Friday, September 19, 2025
বাঙালি কাউন্টডাউন
Homeআউসগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জখম ১

আউসগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, জখম ১

বর্ধমান: আউসগ্রামে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষ (tmc conflict)। মঙ্গলবার রাত থেকে দফায় দফায় সংঘর্ষ। বুধবার সকালে এলাকা থেকে উদ্ধার বোমা। ঘটনায় জখম তৃণমূলের ব্লক সভাপতি লালন শেখ (lalan sekh)। এ ঘটনায় রীতিমত চাঞ্চল্য আউসগ্রামের অমরপুর অঞ্চলের গেড়াই গ্রামে।

জানা গিয়েছে, আউসগ্রামের অমরপুর অঞ্চলের গেড়াই গ্রামের তৃণমূলের পার্টি অফিসে (tmc party office) মঙ্গলবার রাত থেকেই দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এই পার্টি অফিসে কারা বসবেন আর কারা বসবেন না তা নিয়ে মূলত ঝামেলার সূত্রপাত। আর এই সামান্য ঝামেলাই পৌঁছায় চরমে। মঙ্গবার রাতে বোমাবাজির অভিযোগ ওঠে।

আরও পড়ুন: সরকারি টেন্ডারে অনিয়মের অভিযোগ পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে

বুধবার সকালে ফের বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। দুই গোষ্ঠীর সংঘর্ষে জখম হন তৃণমূলের ব্লক সভাপতি লালন শেখ। যদিও, তৃণমূলের অভিযোগ সিপিএমের দিকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আউসগ্রাম থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।

দেখুন অন্য খবর

Read More

Latest News